শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ,অফিস ভাংচুর

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ পিএম

ঝিনাইদহ-১ শৈলকুপা নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা, অফিস ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ইউনিয়ন যুবলীগ কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় শহিদুল ইসলাম, রাজন সহ কমপক্ষে ৩জন আহত হয়েছে। এদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক কর্মীর অবস্থা গুরুত্বর। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে দুধসর ইউনিয়নের ভাটই বাজারে এ সংঘর্ষ হয়। পরে এটি ছড়িয়ে ভাটই, নাকোইল সহ কয়েকটি গ্রামে। নাকোইল গ্রামের কড়াইতলা নামক স্থানে রাতে আওয়ামীলীগের বিবাদমান দুগ্রুপ ঢাল-সড়কি সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিতে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছে, বিএনপি কর্মীদের দলে ভেড়ানো নিয়ে দুধষর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক টিএ রাজু ও দুধষর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক উজ্জল হোসেনের কর্মীরা একে অপর কে দোষারোপের জের ধরে এ হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। ভাটই পুলিশ ক্যাম্পের আইসি রেজাউল ইসলাম জানিয়েছেন, স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বিরোধের কারণে এটি হয়েছিল। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন