স্পোর্টস ডেস্ক : ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার আত্মজীবনী আগামী জুলাই মাসে প্রকাশিত হবে। ভারতের গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। টেনিসের মিক্সড ডাবলসে নম্বর ওয়ান তারকার আত্মজীবনীর নাম ‘এস এগেইনস্ট অডস।’ সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা বইটির অনুলেখক হিসেবে কাজ করেছেন। তাকে সাহায্য করেছেন ক্রীড়া সাংবাদিক শিবানী গুপ্তর। বইটির প্রকাশক হার্পার কলিন্স। তিনি সংবাদিকদের বলেন, ‘টেনিসবিশ্বে সানিয়ার অসাধারণ কৃতিত্ব সবার কাছে প্রেরণামূলক। আশা করি, এই বইটা পরবর্তী প্রজন্মের টেনিস প্লেয়ারদের কাছে একটা সার্থক রোডম্যাপ হবে।’
ভারতের টেনিসকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন সানিয়া মির্জা। ক্যারিয়ারের শুরুতেই পেয়েছেন সাফল্য। জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন মাত্র ১৬ বছর বয়সে। এরপর সিঙ্গেলস ও ডাবলসে সাফল্য পেয়েছেন ধারাবাহিকভাবে। ২০১২ সালে হঠাৎ সিঙ্গেলস থেকে অবসর নেওয়ার পর আরেক গ্রেট মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধেন সানিয়া। এরপর টানা ৪১ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ডও গড়েন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন