শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মাটি উপযোগী পাওয়ার টিলারের চাহিদা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

শ্রম ও সময় সাশ্রয়ের জন্য কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে কৃষি যন্ত্রপাতি বিশেষ করে পাওয়ার টিলার। দেশে প্রায় সাড়ে ৫ লাখ পাওয়ার টিলার রয়েছে। কিন্তু এসব পাওয়ার টিলার জমির গভীরে গিয়ে চাষ করতে পারছে না। এতে করে মাটির নির্দিষ্ট পরিমান নিচে শক্ত স্তর তৈরি হচ্ছে। আর জমির উর্বরাশক্তি ধরে রাখা যাচ্ছে না। আবার হাওড় অঞ্চলের নরম মাটির জন্য প্রয়োজন হালকা যন্ত্র। ফলে চাষের মাটি অনুসারে চাহিদা বাড়ছে বিভিন্ন ধরনের পাওয়ার টিলারের।
জানা গেছে, অধিকাংশ পাওয়ার টিলার ১২ হর্সপাওয়ার ইঞ্জিনে চালিত ১৮ ফলা বা লাঙ্গল। এসব হর্সপাওয়ার গভীরভাবে জমি চাষের অনুপযোগী। বিশেষ করে উত্তরবঙ্গ ও বরেন্দ্র অঞ্চলের শক্ত মাটিতে এসব সনাতন যন্ত্রপাতি হয়ে পরছে ব্যবহারের অনুপযোগী। তাই কৃষক এখন ঝুঁকে পরছে অধিক শক্তিশালি ও অধিক কর্ষণ ক্ষমতা সম্পন্ন পাওয়ার টিলারের দিকে।
এদিকে বার বার একই জমি চাষে জমির ৩ দশমিক ৫-৭ ইঞ্চি গভীরে তৈরি হচ্ছে শক্ত স্তর। যা প্রথাগত পাওয়ার টিলার দিয়ে সঠিকভাবে চাষ করা সম্ভব নয়। তাই জমি চাষের জন্য এখন বেশি হর্সপাওয়ার ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের প্রয়োজন বলে জানান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রফেসর মো. মঞ্জুরুল আলম।
জানা গেছে, জমির গভীরে চাষের জন্য এসিআই মটরস আর ২৮ মডেলের পাওয়ার টিলার নিয়ে এসেছে। যন্ত্রটি ২৫ হর্সপাওয়ার ইঞ্জিন চালিত। চাষের জন্য ২৮ টি ফলা বা লাঙ্গল থাকায় জমির ৫-৭ ইঞ্চি গভীরে চাষ করা যায়। অন্যান্য পাওয়ার টিলার ১৮ ফলায় ৬০০ মিলিমিটার সারি ধরে চাষ করে, সেখানে আর ২৮ মডেলের পাওয়ার টিলার ২৮ ফলায় ৯০০ মিলিমিটার সারি চাষ করতে সক্ষম।
এসিআই মটরসের পরিচালক (সার্ভিস এ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট) ইঞ্জিনিয়ার আসিফ উদ্দীন বলেন, ২৫ হর্সপাওয়ার ইঞ্জিন ডাইরেক্ট ফুয়েল ইঞ্জেকশান সিস্টেম হওয়ায় তেল খরচ কমবে প্রায় ৭ শতাংশ।
স্মার্ট পাওয়ার টিলার মেশিনটি সম্পূর্ণ নতুন লৌহ আকরিক থেকে তৈরি। মজবুত ও অধিক দীর্ঘস্থায়ী। এটি বাংলাদেশের একমাত্র ওয়াকিং টাইপ পাওয়ার টিলার। এতে আছে ‘হ্যান্ড লিভার ও ‘বেল্ট টাইপ গিয়ার সিস্টেম’এ। খুব সহজেই গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন