শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আর্জেন্টিনা দলে তেভেজ

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত অক্টোবরে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। এরপর থেকে কোচ জেরার্ডো মার্টিনোর দলে বার বার উপেক্ষিতই থেকে গেছেন কার্লোস তেভেজ। অথচ এই সময়ে তার ক্লাব বোকা জুনির্সের হয়ে ৩ ম্যাচে ৩ গোল করেন সাবেক জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। অবশেষে ৩২ বছর বয়সীর অপেক্ষা ফুরালো বলেই মনে হচ্ছে। কোপা আমেরিকার জন্য ৪০ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন মার্টিনো। সেই দলে আছে তেভেজের নাম। এছাড়া মার্টিনোর দলে বিশেষ কোন চমক নেই। যথারীতি দলে আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি, হাভিয়ের মাচেরানো, সিটি তারকা সার্জিও আগুয়েরো, নাপোলির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো গঞ্জালো হিগুয়েন ও সিটি ডিফেন্ডার নিকোলাস ওটোমেন্ডি। চায়না লিগে পাড়ি জমানোর পরও দলে আছেন এজেকুয়েল লাভেজ্জি। আছেন জুভেন্টাসের হয়ে আলো ছড়ানো পাওলো দিবালাও।
সবচেয়ে পুরাতন বৈশ্বিক ফুটবলের আসরের শতবর্ষ পুর্তি উপলক্ষে কোপা আমেরিকোর এই বিশেষ আসর বসবে আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রে। ৬ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শরু হবে আর্জেন্টাইনদের কোপা যাত্রা। গ্রæপ ‘ডি’-তে তাদের অপর প্রতিপক্ষ পানামা (১০ জুন) ও বলিভিয়া (১৪ জুন)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন