রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার পানির ট্যাংকে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-মো. হাবীব (৩) ও মারিয়া (৪)।
বুধবার সকালে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলী জানান, মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বি-ব্লকের ২ নম্বর রোডের বাড়ির পানির ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে খেলার সময় দুই শিশু পানির ট্যাংকে পড়ে যায়। স্বজনরা বিষয়টি জানতেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির ট্যাংকে তাদের দেখতে পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন