শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফরম্যাট ছোট বলেই উইন্ডিজের আশা বড়

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

টেস্টে পাত্তা পায়নি, ওয়ানডেতে এক ম্যাচ জিতলেও শেষে গিয়ে ওই সিরিজ হারই সঙ্গী। বাংলাদেশে এসে অল্প কোন সাফল্য পেতে হলে উইন্ডিজকে খেল দেখাতে হবে টি-টোয়েন্টিতে। এক সময়ের প্রতাপশালী দল উইন্ডিজ এখন কেবল টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন। ছোট এই ফরম্যাটের সিরিজের আগে তাই বেহাল দশার মাঝেও বড় আশা দেখছে দলটি।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরদিন বাংলাদেশ-উইন্ডিজ দুদলই ছিল সম্পূর্ণ বিশ্রামে। এমনকি ঐচ্ছিক অনুশীলনও করতে দেখা যায়নি কাউকে। হোটেলে শুয়ে বসেই পার করেছেন দিন।
টেস্ট আর ওয়ানডে সিরিজ হারা উইন্ডিজ দল বাংলাদেশের আসার পর থেকেই ভুগছে ঘূর্ণি বলে। বাংলাদেশের স্পিনারদের ছোবলে দিশেহারা অবস্থা হলেও তাদের ঘূর্ণি বোলাররা আবার তেমন কিছু কর দেখা পারছেন না। এমন সংকটময় অবস্থায় দলে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ।
বাকি দুই সিরিজ হারার অবস্থার পরও টি-টোয়েন্টিতে কি তবু সেরাটা দিতে পারবে তারা? মোশতাক শোনালেন ইতিবাচক কথা, ‘অবশ্যই। কারণ এটাই (টি-টোয়েন্টি) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্র্যান্ড এখন। তারা দারুণ টি-টোয়েন্টি দল। পঞ্চাশ ওভারের খেলাতেও উন্নতি করছে। টেস্টেও উন্নতির ধারায়। আশা করি শীঘ্রই তারা তাদের স্কিলের সেরাটা দেখাতে পারবে।’
ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করা রভম্যান পাওয়েলও আশাবাদী, সংস্করণ ছোট বলেই সুযোগ তাদের বেশি, ‘ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল। আমরা এই সংস্করণে অন্যতম সেরা। কেবল কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপার আছে। আমার মনে হয় আমরা আমাদের স্বকীয়তা দেখিয়ে ফল বের করতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন