শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে প্রটোকল অফিসার খুরশীদ আলমসহ কয়েকজন কর্মকর্তা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এসব শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
খুরশীদ আলম জানান, রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ গিয়ে তারা প্রধানমন্ত্রীর উপহার মুক্তিযোদ্ধাদের কাছে তুলে দেন। এ সময় অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতি বছর বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন