শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সিলেট পৌঁছেছে চার দল

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে সিলেট এসে পৌঁছেছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কানাডা ক্রিকেট টিম। গতকাল নভো এয়ারলাইন্সের পৃথক ফ্লাইটে এসব দলের খেলোয়াড়রা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। দুপুর সোয়া ১২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছে আফগানিস্তান ও পাকিস্তান। পরে বেলা সোয়া ১টায় একই এয়ারলাইন্সের অপর এক ফ্লাইটে আসে শ্রীলঙ্কা ও কানাডা। সেখান থেকে তাদেরকে কড়া নিরাপত্তায় সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে নিয়ে যাওয়া হয়। এ হোটেলেই খেলোয়াড়রা অবস্থান করবে। আজ বিকালে কানাডা ও শ্রীলঙ্কা ক্রিকেট টিম অনুশীলনে করবে সিলেট জেলা স্টেডিয়ামে। অপর দুটি দল আফগানিস্তান ও পাকিস্তান সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকালে অনুশীলন করবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন