শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাহিত্য

তরুণ কবিতা

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টিপু সুলতান

আমাদের স্বাধীনতা

আজও দেখি শব্দের ভিড়ে স্বচোখ ভরা
আমাদের স্বাধীনতার আসাযাওয়া-

শোরগোল পেরুনো অক্লান্ত ইতিহাস
তেরশ নদ-নদী,উর্বর মাটি
কোমর, মস্তক বাংলা গাঁথা মুক্তির গান
সবুজের গালিচায় শিশিরবিন্দু,
রূপালী আকাশে ধানশালিক
গায়ে মাখা কাওয়ালি বাতাস,
রোদওঠা একজোট সোনালি ধান।

এরশাদ জাহান
বেলুনবাতাস

গোলাপের শরীরে স্পর্শের মতো
সদ্যজাত শিশুকে কোলে নেবার মতো
খুউব সযত্মে শিখে নিই ন্যগ্রোধের জীবনপাঠ।
অথচ, ছায়া ও মায়াতে
দেখি, হারগিলা স্বভাবের কতিপয় গল্পগরু, কৌলীন্যের চাদর ছুঁয়ে ফেইচ্যাপাখি ময়ূর হতে চাওয়া।
গোস্তাকি মাফ করুন মহামান্য ন্যগ্রোধ,
কচ্ছপের ডিম তা’ দেওয়ার মতো
ছানাদের প্রতি মা পাখিটার সজাগ দৃষ্টির মতো
চৌদিকে প্রসারিত শাখা- প্রশাখা,
বৃন্ত, ফুল ও ফলে রাখেনি ওরা চোখ।
নিছক পুরোনো কলের গানে
... শ্লোক আর একনদী তেলসমাচারে রচে এক যোগ এক সমান এক বেলুনবাতাস।

সুমন আহমেদ
শরতের বিকেলে

অলস দুপুর পেরিয়ে- মৃদু সমীরণ বয়ে যাওয়া শরতের
সোনালী বিকেলে; হাতে-হাত রেখে- তিতাসের অবয়বে; পাল উড়িয়ে
ভাসিয়ে প্রেমের তরী; দুইয়ে মিলে এক হয়ে হারিয়ে যাবো দুজন-
দূর অজানায়...! যেখানে থাকবে অবিরত-
পূর্ণ যৌবনে-যৌবনা, যুবতী নীলাভ আকাশ- সাদা মেঘের ভেলা।
মুক্ত নভঃপ্রাঙ্গনে অবিরাম আনাগোনা দলছুট বকের শারি,
ঘাস ফড়িংয়ের বিচরণ- যুগল পাখা মেলে উড়বে প্রজাপতি।
হিমেল হাওয়ায় দুলবে প্রেমময় কাশফুল- শাপলা-শালুকের স্বচ্ছল
প্রেম; যৌবন জোয়ারে ভাসবে সীমাহীন বৈতরণীর শান্ত দু’কূল,
কাক ভেঁজা সন্ধার আকাশে মহুয়া বৃষ্টির আয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ইয়াছিনআলী ২১ ডিসেম্বর, ২০১৮, ৪:২৪ এএম says : 0
মহামান্য সাহিত্য সম্পাদক মহোদয় উক্ত দুটি লেখা কি কাব্য বলে পরিগণিত হয়?
Total Reply(0)
Imran ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৭ এএম says : 0
আমাদের স্বাধীনতা কবিতাটি,কবি টিপু সুলতান আনেক সুন্দর করে আমাদের বোঝানোর জন্য ওনাকে আনেক আনেক ধন্যবাদ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন