রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০৩ গ্রাম স্বর্ণসহ বাদল নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল সকাল ৯টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক সোয়া ২৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই যাত্রী কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তাকে সন্দেহ হলে প্যান্টের পকেট থেকে ৫টি স্বর্ণের বার, ১টি নাকফুল ও ১টি গলার চেইন পাওয়া যায়। ৫০৩ গ্রাম ওজনের স্বর্ণের মূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন