শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

২০১৮ সালে কোথায় ব্যর্থ মেসি?

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

হারিয়ে গেল আরেকটি বছর। শুরু হলো নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানিয়ে স্মৃতির খাতা হাতরে ইতোমধ্যে সবাই মেলাতে শুরু করেছেন প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। বিদায়ী বছরে কে কোথায় ব্যর্থ, কার সফলতা চোখে পড়ার মতো- এই হিসাব মেলাতে গিয়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ২০১৮ সালের এমন একটি ব্যর্থতা চোখে পড়লো যা অনেকেরই নজড়ে আসেনি। বিদায়ী বছরে গোলের পর গোল পেলেও আর্জেন্টিনার এই খুদে ফুটবল জাদুকর হেডে কোনো গোল করতে পারেননি!
যদিও তিনি রেকর্ডের রাজা। অনেকের মতে মেসির ফর্ম যেন কখনই পড়বার নয়। ২০১৮ সালেও বার্সেলোনার হয়ে দুর্দান্ত একটি বছর পার করেছেন মেসি। বিদায়ী বছরে আরেকটি লিগ আর কাপের ডাবল জিতেছেন। বছর শেষ করছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টার হিসেবে। ২০১৮ সালে ক্লাব এবং দেশের হয়ে ৫১টি গোল করেছেন মেসি। আছে ২৬টি অ্যাসিস্ট। বলতে গেলে প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো মাইলফলক ছুঁয়েছেন তিনি। বরাবরের মতো উজ্জ্বল ছিলেন বার্সেলোনার জার্সিতে। বছর শেষ হলো। বিদায়ী বছরে মেসির কোনো আক্ষেপ কি আছে? এ নিয়ে অবশ্য কিছু বলেননি বার্সেলোনা সুপারস্টার। তবে পরিসংখ্যান দেখাচ্ছে, গত বছর মাঠজুড়ে দাপট দেখালেও একটি জায়গায় ঘাটতি রয়েই গিয়েছিল মেসির। একটি জায়গায় তিনি ছিলেন শূন্য। ২০১৮ সালে বার্সোলোনা এবং আর্জেন্টিনার হয়ে সব টুর্নামেন্ট মিলিয়েও হেডে একটি গোল করতে পারেননি মেসি। ২০০৭ সালের পর এবারই প্রথম তার ক্যারিয়ারে ঘটলো এমন ঘটনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন