বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় ৭৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সাদিক মামুন, কুমিল্লা : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত রক্ষার নূন্যতম ভোট পাননি কুমিল্লার ১১টি আসনের ৭৬ প্রার্থী। এরমধ্যে ঐক্যফ্রন্ট দশটি আসনে এবং অন্যান্য রাজনৈতিক দলের ৬৬ প্রার্থী সবকটি আসনে জামানত হারিয়েছেন। ফলে কুমিল্লার ১১টি আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত ৭৬ প্রার্থীর জামানতের মোট ১৫ লাখ ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা হবে। ঐক্যফ্রন্টের প্রার্থীদের মধ্যে কেবল কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জামানত রক্ষাসহ ধানের শীষে প্রতিদ্বদ্বিতাপূর্ণ ভোট পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিপুল ভোটের ব্যবধানে জামানত হারিয়েছেন।
একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিতে কুমিল্লার ১১টি আসনে মহাজোটের আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ) ঐক্যফ্রন্টের বিএনপি, এলডিপি, জেএসডি (রব), জামায়াত এবং ওয়ার্কাস পার্টি, গণফ্রন্ট, মুসলিমলীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, জাকের পার্টি ও স্বতন্ত্রের মোট ৮৮ প্রার্থীর প্রত্যেকে ২০ হাজার করে জামানত হিসেবে মোট ১৫ লাখ ২০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সর্বমোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। রোববার শেষ হওয়া একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্ব›দ্বী ৮৮ প্রার্থীর মধ্যে কুমিল্লার সবকটি আসনে বিপুল পরিমান ভোট পেয়ে নৌকা প্রতীকের ১১ প্রার্থী জয়লাভ করেন।

কুমিল্লায় প্রাপ্ত ও প্রদত্ত ভোটের হিসেব অনুযায়ী দেখা গেছে, ১১টি আসনে বিজয়ী নৌকা প্রার্থীর নিকটতম প্রতিদ্ব›দ্বী হয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষের প্রার্থী ড. মোশারফ হোসেন ৯৫ হাজার ৯২০ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন। কিন্তু তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ২০ হাজার ৯২৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের প্রার্থী কেএম মুজিবুল হক ১২ হাজার ৩৫৮ ভোট পেয়ে জামানত হারান। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মালেক রতন (জেএসডি-রব) ৭ হাজার ৯৫৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী মো. ইউনুস ১১হাজার ৯৬০ ভোট পেয়ে জামানত হারান। কুমিল্লা-৬ (সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনে ধানের শীষের প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ধানের শীষের প্রার্থী রেদোয়ান আহমেদ (এলডিপি) ১৫ হাজার ৮৯১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমন ৩৪ হাজার ২১০ ভোট এবং জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গলের প্রার্থী নুরুল ইসলাম মিলন ১ হাজার ৪১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থেকে জামানত হারিয়েছেন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল আজিম ১১ হাজার ৩৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণের একাংশ ও লালমাই উপজেলা) আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী ১২ হাজার ১৮৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন ২ হাজার ২৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (জামায়াত) ১ হাজার ১৩৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থেকে জামানত হারিয়েছেন। বিধি অনুযায়ি ভোট কেন্দ্রের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট প্রাপ্ত এসব প্রার্থীদের জামানতের পুরো টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন