বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন এমপিসহ একাদশ জাতীয় একাদশ জাতীয় সংসদে বিজয়ী গ্রুপের অন্য সদস্যবৃন্দকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে সউদী মজলিসে শূরা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইবরাহীম আল-শেইখ।
শূরা কাউন্সিলের কর্মপদ্ধতি ও সাংগঠনিক উন্নয়ন এবং রাজতন্ত্রের গতি পর্যবেক্ষণ করে মতামত প্রদান পূর্বক দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণই এর মূল লক্ষ্য। সউদী মজলিসে শূরার চেয়ারম্যানের পক্ষ থেকে বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুন এমপির নিকট পাঠানো এক বার্তায় আগাম এ আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বাংলাদেশ ও সউদী আরবের দুই পার্লামেন্টের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ়করণে তার ভূমিকার জন্য বিএইচ হারুনকে ধন্যবাদ জানানো হয়।
পত্রে সউদী মজলিসে শূরার স্পিকার বিএইচ হারুনের দ্বি-পাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রশংসা করেন এবং পারস্পরিক সম্পর্ক সর্বস্তরে বজায় রাখা ও ভবিষ্যতে তা আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
আমন্ত্রণপত্রে গত অক্টোবরের ২২ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে তার সউদী আরব সফর বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে যে বক্তব্য রাখেন তা উল্লেখ করে ২৬ অক্টোবর জনাব বিএইচ হারুনের পাঠানো চিঠির জন্য ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ করা যেতে পারে, ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশ-সউদী আরব মৈত্রী গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন। ১৯৫৪ সালের ১লা মার্চ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন কানুদাসকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স এবং মাদরাসা-ই আলিয়া ঢাকা থেকে হাদীস ও তাফসির বিভাগে কামিল সনদ লাভ করেন। তিনি মাদরাসা-ই আলিয়া ঢাকা’র ছাত্র সংসদের ভিপি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার ১ নং সদস্য এবং রাজাপুর উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে প্রথমবার এবং ২০১৪ সালে দ্বিতীয় দফা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে জয়ের হ্যাট্রিক পূর্ণ করেন। পাশাপাশি তিনি ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি এবং জাতীয় সংসদে লাইব্রেরি কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী এবং এর স্বীকৃতি হিসেবে সিআইপি নির্বাচিত হন। ১৯৮৮ সালে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক এবং ১৯৯৯ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন