শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমা নির্মাণে সউদী আরব প্রণোদনা দিচ্ছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১২:০৬ এএম

সউদী আরবের সিনেমা শিল্পকে এগিয়ে নেয়ার জন্য প্রণোদনার ঘোষণা দিয়েছে দেশটির ফিল্ম কমিশন। গত বুধবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা দেয়া হয়েছে। দেশটিতে ৩৫ বছর চলচ্চিত্র নিষিদ্ধ ছিল। ২০১৮ সালে চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় সউদী সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই শিল্পের প্রসারের জন্য সব ধরনের সহযোগিতা করছে ফিল্ম কমিশন। এ ধারাবাহিকতায় প্রণোদনার ঘোষণা দেয়া হয়েছে। সউদী ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইয়াফ এক বিবৃতিতে বলেন, সউদী আরবের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং মানুষের গল্প ফুটিয়ে তোলা হবে যেসব সিনেমায়, সেসব সিনেমা নির্মাণের পেছনে ব্যয় করা অর্থের সর্বোচ্চ ৪০% পর্যন্ত ফেরত পাবেন প্রযোজকরা। তিনি বলেন, ক্যাশ রিবেট প্রোগ্রাম ফিল্ম সউদীর জন্য আবেদন করার সুযোগ শুরু হয়ে গেছে। আমরা সউদী আরবের প্রযোজকদের স্বাগত জানাচ্ছি। ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সউদী আরবের সিনেমা শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। কলাকুশলীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কাঠামোগত উন্নয়নের জন্যও পদক্ষেপ নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
MASUD RANA ২৮ মে, ২০২২, ৭:২৫ পিএম says : 0
soytan
Total Reply(0)
MASUD RANA ২৮ মে, ২০২২, ৭:২৭ পিএম says : 0
soytan akhon ar soytani kore na boshe boshe akhon manuser saytani dheke
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন