ফুটবল বিশ্বে বর্তমানে মেসি-রোনালদো রাজ। তাদের টপকে অবশ্য এবার রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ বর্ষসেরার খেতাব জিতলেও আর্জেন্টিনা ও পর্তুগিজ তারকাকেই এগিয়ে রাখবেন বিশ্লেষকরা। পারফরম্যান্সের বিচারে সময়ের দুই সেরা ফুটবলারের কাতারে নেইমারকেও দেখছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার জিকো।
বিশ্বসেরার নেশায় বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে নেইমার যোগ দেন রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে। বিশ্বসেরা খেলোয়াড়ের স্বীকৃতি নেইমারের পাওয়া না হলেও তাকে মেসি-রোনালদোর কাতারেই রাখছেন জিকো। সাবেক ব্রাজিলিয়ান তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রত্যেক গ্রেট খেলোয়াড়ই জয়ের পথে অনেক বেশি অসাধারণত্ব থাকে, আবার হারে চাপে পড়ে যায়। তবে নেইমার ব্যতিক্রম খেলোয়াড়। ওর মতো প্রতিভা বিশ্ব ফুটবলে হাতে গোনা কয়েকজনের আছে। আমি ওকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির পর্যায়ে রাখব।’
জাতীয় দলে নেইমারের চাপ নিয়েও কথা বলেছেন জিকো। ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সির ভার বহন করা যে কোনও খেলোয়াড়ের জন্যই কঠিন চ্যালেঞ্জের বলে মনে করেন তিনি, ‘এটা আসলে শুধু ব্রাজিল দলের জার্সি নয়, এটা পেলের জার্সি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় খেলোয়াড়ের জার্সি। এটাই আসলে সমস্যা। চাপটা হলো, প্রত্যেকেই চিন্তা করে এই জার্সি যে পরবে, সেই পেলের মতো খেলবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন