শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলিনি: মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ২:০৫ পিএম

নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দুপুরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

তালুকদার বলেন, বিগত ৩ জানুয়ারিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে’ আমি যে বক্তব্য রাখি তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার অবস্থান পরিবর্তন করেছি কি না! এ সম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটাতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, আমি বক্তব্যে বলেছি ‘অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি’। ইতোপূর্বে ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখের বক্তব্যে আমি বলেছিলাম, ‘সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কি না? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই।’

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আমি কোনো কথা বলিনি। কেমন নির্বাচন হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমি পূর্বে বলেছি, ‘নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, তাহলে এ প্রশ্নের জবাব পেয়ে যাবেন’।

‘এখনও আমি সেই কথাই বলি। আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি,’ যোগ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
jack ali ৮ জানুয়ারি, ২০১৯, ৩:১৩ পিএম says : 0
MaShaAllah---you speak the truth---May Allah protect you from Zalimun--Ameen**
Total Reply(0)
Abduz Zaher ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪৮ পিএম says : 0
জাতি মনে করে, লক্ষ লক্ষ রাষ্ট্রীয় কর্মচারী কর্মকর্তার মধ্যে শুধু একজনই রাষ্ট্রের সম্পদ। তালুকদার জাতি তোমাকে সম্মান করে। তুমিই বীর।
Total Reply(0)
Md Riazul Islam ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪৯ পিএম says : 0
স্যার আপনার বক্তব্যকে অন্যরকম ভাবে প্রচার করা হইছে। আর কিছু বুদ্ধিপ্রতিবন্ধী আপনার কথার মানেই বুঝতে পারে নাই।
Total Reply(0)
Md. Nuruzzaman ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪৯ পিএম says : 0
আরও গুটি কয়েক মাহাবুব তালুকদারের উপস্থিতি বদলে দিতে পারে বিধ্বস্ত গণতন্ত্রের পরিস্থিতি ।
Total Reply(0)
Ronnie Islam ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪৯ পিএম says : 0
মাহবুব আর কামাল স্যার এরশাদ স্যারের জায়গা নেওয়ার জন্য। উঠে পড়ে লাগছে। দেখি কে আগে জায়গা নিতে পারে
Total Reply(0)
Arif Mahmud ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৫০ পিএম says : 0
এই দুর্গন্ধময় বিজয়েও কিছু মানুষ উল্লসিত হয়! অভিনন্দন জানায়! কি আশ্চর্য অধ:পতন! হায়রে বিবেক !!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন