শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অভিনেত্রী অহনা দুর্ঘটনা, চালক-হেলপার সাভারে আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ৩:২৩ পিএম | আপডেট : ৩:২৪ পিএম, ১২ জানুয়ারি, ২০১৯

চালকের বেপোয়ারার কারণে সড়ক দুর্ঘটনায় ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের আহতের ঘটনায় চালক ও তার সহকারীকে সাভার ও আশুলিয়া থেকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চালক সুমনকে সাভার থেকে ও তার সহকারী রুমনকে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে আটক করে পুলিশ।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়া থেকে চালক ও তার সহকারীকে আটক করা হয়।
গত ৯ জানুয়ারি ভোরে রাজধানীর উত্তরায় খালাতো বোনকে নিয়ে প্রাইভেটকারে করে উত্তরার নিজ বাসার উদ্দেশে যাওয়ার পথে ৭ নম্বর সেক্টরের পূর্ব মাথায় এলে একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক তার প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। গাড়িটির বেশ ক্ষতিগ্রস্থ্ হয়। এসময় অহনা নিজের কারের ক্ষতি দাবি করে চালককে ট্রাক থেকে নামতে বলেন। চলে তর্ক-বিতর্ক।
একপর্যায়ে ইচ্ছা করে আবারও তার কারটিকে ধাক্কা দেয় চালক। এতে ক্ষুব্ধ হয়ে অহনা চালকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথা পরোয়া না করে ট্রাক চালাতে থাকেন। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকে। বেপরোয়া গতির ট্রাকটি উত্তরা ৭ নম্বর থেকে ১২ নম্বর সেক্টরের গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় রাস্তায় থাকা পাথরের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অহনা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে চালক ও তার সহকারী (ঢাকা মেট্রো-ট-১৫-১৮২৬) ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় অহনার বোন লিজা ইয়াসমীন বাদী হয়ে ওইদিনই উত্তরা থানায় মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন