সিজেকেএস ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে শুরুতেই ধাক্কা খেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে এফএমসি গ্রুপের কাছে হেরে গেছে ছয় উইকেটে। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৫ রান করে সিটি কর্পোরেশন। জবাবে শুরুতে বিপর্যয়ের মুখে পড়লেও উদ্বোধনী ব্যাটসম্যান কফিল উদ্দিনে একপ্রান্ত আগলে রাখা অপরাজিত ৬৯ রানে মাত্র ১১.১ ওভারেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় এফএমসি (৮৯/৪)। এর আগে লিগের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীর সিওও শান্তনু বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন