শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তায়কোয়ান্ডোকে কোরিয়ার উপহার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশের তায়কোয়ান্ডোর উন্নয়নে দীর্ঘদিন ধরেই সহায়তা করে আসছে দক্ষিণ কোরিয়া। ২০০০ সালে কোচ লি জু সাংকে ঢাকায় পাঠিয়ে তায়কোয়ান্ডোকে সহায়তা করে। এ ধারাবাহিকতায় এবার তায়কোয়ান্ডোকে ক্রীড়া সরঞ্জামাদি উপহার দিয়েছে দক্ষিন কোরিয়া। গতকাল ঢাকাস্থ কোরিয়া দূতাবাসে কোরিয়া প্রজাতন্ত্রের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো হেড কোয়ার্টারের পাঠানো প্রশিক্ষণ সরঞ্জামাদি তুলে দেয়া হয়। রাষ্ট্রদূত হি হো ক্যাং ইল ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানার হাতে এসব সরঞ্জামাদি তুলে দেন। এই সরঞ্জামাদি বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্ব উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে মনে করেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন