রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এফএমসি ও সিটি কর্পোরেশন জয়ী

ইস্পাহানি কর্পোরেট টি-২০

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সিজেকেএস ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এফএমসি দ্বিতীয় জয় পেয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা এক উইকেটে সায়ারা এগ্রো ফার্ম লিঃকে হারায়। এ দলটি উদ্বোধনী ম্যাচে সিটি কর্পোরেশনকে ছয় উইকেটে হারিয়েছিল। গতকাল সায়ারা এগ্রো ফার্ম নির্ধারিত ২০ ওভারে আট ইউকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে এফএমসি গ্রুপ ১৯.২ ওভারে নয় উইকেটে ১২৩ রান সংগ্রহ করে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলায় এফএমসির সাদিকুর রহমান ৪৮ বলে ৬০ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পায়।
দিনের অপর ম্যাচে সিটি কর্পোরেশন ইস্পাহানি গ্রুপকে দুই উইকেটে হারিয়েছে। এটি তাদের প্রথম জয়। খেলায় সিটি কর্পোরেশনের ব্যাটসম্যান মাহবুবুল করিম মিতু ৪০ বলে ৬৫ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ইস্পাহানি গ্রুপ নির্দিষ্ট ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে সিটি কর্পোরেশন ১২.৩ ওভারে দুই উইকেটে ৯৮ রান সংগ্রহ করলে বড় ব্যবধানে জয় পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন