মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আজ থেকে জাতীয় মহিলা হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার খেলা শেষ হয়েছে গেল নভেম্বরে। এবার পালা টুর্নামেন্টের মহিলা বিভাগের খেলা আয়োজনের। সব প্রস্তুতি সম্পন্ন। আজ থেকেই বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন শুরু করছে জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার খেলা। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: হায়দার আলী। উপস্থিত থাকবেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সহ অন্যান্য কর্মকর্তারা। আগামী শুক্রবার পর্যন্ত চলবে এ প্রতিযোগিতার খেলা।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৪টি দল। এরা হলো- ফেনী জেলা, জামালপুর, নঁওগা, নড়াইল, ঢাকা, পঞ্চগর, গোপালগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বান্দরবান জেলা, বাংলাদেশ পুলিশ, বিজেএমসি ও বাংলাদেশ আনসার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন