জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ৬ নম্বর যুগ্ম
সাধারণ সম্পাদক মো. সেলিমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। সেলিম লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানান নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন।
ওসি জানান, গত বছরের ২৮শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন সেলিম। পরে তিনি জামিনে বেরিয়ে আসে। চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে তার বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মন্তব্য করুন