শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিজ নির্বাচনী এলাকায় বাণিজ্য মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পীরগাছা (রংপর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ২:০৬ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর টিপু মুনশি তার নিজ নির্বাচনী এলাকায় এই প্রথম সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর থেকে সড়ক পথে উপজেলার কল্যাণী ইউনিয়নে এসে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ে অংশ গ্রহণ করেন। এসময় ওই ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দিনব্যাপী উপজেলার ৯টি ইউনিয়নে গিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকাল সাড়ে ৪ টায় উপজেলার জে,এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দিবেন। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ৯ ইউনিয়নে অস্থায়ী মঞ্চে পৃথক সংবর্ধনার আয়োজন করেছে। তার আগমন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন