শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জুনিয়র টেনিসের দু’ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

 থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের দু’ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বালক একক ও দ্বৈত- এই দু’ইভেন্টেরই ফাইনালে খেলবেন বাংলাদেশের দুই কিশোর খেলোয়াড়।

বালক এককের ফাইনালে খেলছেন মাহাদী হোসেন আলভি। এবং পাকিস্তানের হামিদ ইসরার গুলের সঙ্গে জুটি বেধে বালক দ্বৈতের ফাইনালে খেলবেন মো: রুমন হোসেন।

গতকাল বালক এককের সেমিফাইনালে আলভি ২-০ সেটে নেপালের আরিয়ান গিরিকে হারিয়ে ফাইনালে ওঠেন। বালক দ্বৈতের সেমিফাইনালে রুমন ও গুল জুটি ২-১ সেটে ইরানের আমিরালী ঘাভাম ও জর্দানের জাঈদ মাশনি জুটি হারায়। বালক এককের অপর সেমিফাইনালে বাংলাদেশের রুমান হোসেন ২-০ সেটে হেরে যান জর্দানের মোহাম্মদ আলকাটপের কাছে। স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশের জুবায়েদ উৎস ২-০ সেটে হারেন নেপালের অরব হাদার কাছে।

অন্যদিকে বালিকা দ্বৈতের সেমিফাইনালে মঙ্গোলিয়ার মারালগো ও মাতা জুটি ২-০ সেটে হারায় বাংলাদেশের মাসফিয়া আফরিন ও মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়া জুটিকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন