প্রেস বিজ্ঞপ্তি : এনসিসি ব্যাংক লিঃ-এর নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আবু মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান এবং এ জেড এম সালেহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আবু মহসীন প্রশিক্ষণকে কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংকিং খাতে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহŸান জানান। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ বলেন, পেশাগত সাফল্য লাভের জন্য আন্তরিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন