প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী আবাসিক শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর সীতাংসু কুমার সুর চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ এর ডিন প্রফেসর শিবলি রুবায়েত-উল ইসলাম এর হাতে উক্ত বৃত্তির চেক হস্তান্তর করেন। উল্লেখ্য যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রতি মাসে ৫০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৫০০০/-টাকা করে এই শিক্ষা বৃত্তি প্রদান করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন