শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৭৪ কোটি টাকা

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের তুলনায় মোট লেনদেন কমেছে প্রায় ৭৪ কোটি টাকা। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ২ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১০ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫২৩ কোটি ৯৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৭৩ কোটি ৮৪ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৭০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৯৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ২৬ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, ইউনাইটেড এয়ার, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল এবং এমারেল্ড অয়েল।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৯ কোটি ৪০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১০ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে সূচকের মিশ প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে ৯৮০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ার, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, আমান ফিড, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন