মাঠের বাইরের বিতর্কিত সব কর্মকাণ্ডের জন্য বারবরই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন। মাঠের ফর্মটাও ভালো যাচ্ছিল না। সবশেষ বিসিএলে একটি ফিফটি ছাড়া তেমন কিছু করতে পারেননি। এবারের বিপিএলেও টানা ছয় ম্যাচে ব্যাটে রান নেই। অবশেষে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এলেন সাব্বির রহমান। সিলেট সিক্সার্সের এই ব্যাটসম্যান রংপুর রাইডার্সের বিপক্ষে খেললেন ৫১ বলে ৮৫ রানের বিস্ফোরক এক ইনিংস। আর এই ইনিংসের মাঝে ৬ ছক্কায় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন বিপিএলে পঞ্চাশ ছক্কা।
প্রথম ছয় ম্যাচে সাব্বিরের সর্বোচ্চ ইনিংস ছিল ২০ রানের (৭, ০, ১২, ৬, ২০ ও ১১), মোট ৫৬। তিনবার দুই অঙ্কেই যেতে পারেননি। দুটিতে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আর আগের ভুল করেননি ডানহাতি ব্যাটসম্যান। লিটন দাসের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। এর মধ্যেই রংপুরের বোলারদের নাকের জল-চোখের জল এক করে ছেড়েছেন।
প্রথমে থিতু হতে সময় নিচ্ছিলেন। প্রথম ২০ বলে করেন ২২ রান। পরে ৩৪ বলে পৌঁছান ফিফটিতে। ফিফটি ছুঁয়েই করেছেন বিশেষ উদযাপন। সেজদাহ দিয়েছেন, হাতের ইশারায় অদ্ভুত ভঙ্গি করে মিটিয়েছেন ঝাল। সবচেয়ে বড় ফিফটি করেই থামাননি ইনিংস। খেলা চালিয়েছেন শেষ পর্যন্ত। একদম শেষ ওভারে শফিউলের বলে তুলে মারতে গিয়ে শেষ হয় তার ৮৫ রানের ইনিংস। ৫১ বলের ইনিংসে মেরেছেন পাঁচটি চার আর আর হাফ ডজন ছক্কা।
এবারের আসর শুরুর আগে বিপিএলে সাব্বিরের ছক্কা ছিল ৪৭টি। প্রথম ম্যাচে একটি ছক্কা মারতে পেরেছিলেন, চতুর্থ ম্যাচে একটি। রংপুরের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ ওভারে ফরহাদ রেজার বলে মারেন তার পঞ্চাশতম বিপিএল ছক্কা। ৫১ বলে ৮৫ রানের ইনিংসটায় পরে ছক্কা মেরেছেন আরও পাঁচটি। ৬১ ইনিংসে এখন ৫৫ ছক্কা সাব্বিরের। বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে তার চেয়ে বেশি ছক্কা আছে আর কেবল একজনেরই। নামটি সহজেই অনুমেয়। মাত্র ৩১ ইনিংসেই ক্রিস গেইল মেরেছেন ১১০ ছক্কা!
৫৯ ইনিংসে ৪৬ ছক্কায় রেকর্ডের তিনে এনামুল হক। ৪৫ ছক্কা মেরেছেন এখনও পর্যন্ত তিনজন। ৫৮ ইনিংসে মুশফিকুর রহিম, ৬০ ইনিংসে ইমরুল কায়েস ও ৬৫ ইনিংসে মাহমুদউল্লাহ। এভিন লুইস মেরেছেন ২৫ ইনিংসে ৪৪ ছক্কা, কাইরন পোলার্ড ২৭ ইনিংসে ৪৩টি।
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার কীর্তিতেও গেইলের ধারেকাছে নেই কেউ। এক থেকে পাঁচ, সবকটিতেই আছেন গেইল। মেরেছেন ১৮ ছক্কা, ১৪ ছক্কা, ১২ ছক্কা, ১১ ছক্কা ও ১০ ছক্কা। আরেক ম্যাচে ৯ ছক্কায় রেকর্ডের ছয়েও গেইল। তবে এখানে তার পাশে আছেন বাংলাদেশের একজন। ২০১৬ বিপিএলে ১২২ রানের ইনিংসের পথে সাব্বির মেরেছিলেন ৯ ছক্কা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন