শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ থেকে যুব ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সম্ভাবনাময় তরুণদের বড় দৈর্ঘ্যরে ক্রিকেট খেলার উপযোগী করে তুলতে গত দুই বছর ধরে হয়ে আসছে যুব ক্রিকেট লিগ। এরই ধারাবাহিকতায় আজ থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে এই প্রতিযোগিতাটি। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চারটি ভাগে দলগুলো একে অন্যের মুখোমুখি হবে।
এর আগে তিন দিনের ম্যাচ খেললেও এবারই প্রথম চার দিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে যুব ক্রিকেটাররা। এর পাশাপাশি কুড়ি ওভারের ম্যাচের বদলে এবার খেলবে ৫০ ওভারের ম্যাচ। সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে চার দিনের ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। ওয়ানডেও হবে একই ফরম্যাটে। তবে এখানে পয়েন্ট তালিকার প্রথম দুই দল খেলবে ফাইনাল।
আজ চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে যথাক্রমে ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি। দুই মাঠে তিনটি ওয়ানডে হবে ১৩, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি। আর রাজশাহীতে ফাইনাল হবে ১৯ ফেব্রুয়ারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন