শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সরফরাজ-হাসানের রেকর্ড জুটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ডারবানের কিংসমেড স্টেডিয়ামে তাই গতকাল পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। ৩২ ওভারে ১১২ রানে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানও পড়ে বিপাকে। এমন ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে নবম উইকেটে নিজেদের ও ভেন্যুর রেকর্ড ৯০ রানের জুটি গড়েন সরফরাজ আহমেদ ও হাসান আলি। দলপতি সরফাজের (৫৯ বলে ৪১) বিদায়ে ভাঙে জুটি। পরের ওভারে আউট হন হাসানও। তার আগে হাসান তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি (৪৫ বলে ৫৯)। ২২ রানে ৪ উইকেটের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সবচেয়ে বড় আঘাতটা হানেন ফাঙ্গুসো।
পরে ছোট লক্ষ্যটা কঠিন করে দেন শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে তার আগুনঝরা স্পেলে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ডাসেন-মিলারের ৫১ রানের জুটি যখন ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখন বোলিংয়ে এসেই টানা দুই বলে মিলার (২৬ বলে ৩১) ও ক্লাসেনকে ফিরিয়ে আবার দলকে লড়াইয়ে ফেরান শাদব খান। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন