আবু সুফিয়ান বললো, আল্লাহর শপথ, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মক্কা অভিযানের প্রস্তুতি তিবরানির বর্ণনা থেকে জানা যায়, কোরায়শদের বিশ্বাসঘাতকতার খবর আসার তিনদিন আগেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশা রা. কে তার সাজ সরঞ্জাম প্রস্তুত করতে বলেছিলেন। তবে, বিষয়টি গোপন রাখার জন্যে তিনি পরামর্শ দেন। এরপর হযরত আবু বকর রা. হযরত আয়েশা রা. এর কাছে বললেন, মা এ প্রস্তুতি কিসের?
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন