বৃহষ্পতিবার হরিয়ানার গুরগাঁওয়ের উল্লাওয়াস গ্রামে একটি নির্মাণাধীন বাড়ি ধসে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কারও আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে, গভীর রাতেও উদ্ধারকাজ অব্যাহত।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে নির্মাণাধীন চারতলা বাড়িটি আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন সেখানে কাজ করা শ্রমিকরা। এর আগে সংবাদ সংস্থা জানায়, কমপক্ষে ৭ নির্মাণ শ্রমিক চাপা পড়েছেন। সেই ৭ জনের লাশ উদ্ধার হয়েছে।
নিচুমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছিল বাড়িটিই এমনটাই প্রাথমিক ভাবে অনুমান করছে দমকলের আধিকারিকরা। এই ঘটনার পরেই পলাতক বাড়ির মালিক। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন