মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হরিয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম


বলিউড শীর্ষ পাঁচ
১. হরিয়ানা। ২. এক ভিলেন রিটার্নস। ৩. বিক্রান্ত রোনা।
৪. এ হোলি কন্সপিরেসি। ৫. আরকে/আরকে


হরিয়ানা
সন্দীপ বাসোয়ানা পরিচালিত রোমান্টিক কমেডি ফিল্ম। হরিয়ানার এক গ্রামের তিন ভাইয়ের গল্প। বড় ভাই মহেন্দর (যশ টঙ্ক), সে বাড়িতে অভিভাবকের ভূমিকা পালন করে। খেতের কাজ, তাদের পরিবহন ব্যবসা তদারক করা আর পরিবারে দেখভাল করা তার কাজ। মেজ ভাই জয়বীর (রবি মৈড়) গ্রামের কাছে হিসার বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছোটভাই জুগনুর (আকর্ষণ সিং) বয়স ২০ আদরে আদরে বড় হয়েছে সে দুষ্টুমি করেই তার সময় কাটে। তিন ভাইয়ে জোড় বাঁধাই এর গল্প। মহেন্দরের প্রেম বা বিয়ের তেমন সময় নেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেয়। তার হবু কনে বিমলা (অশ্লেষা সাবন্ত) তাকে বুঝিয়ে দেয় প্রেম বোঝার ক্ষমতা মহেন্দরের নেই। জয়বীর বসুধাকে (মনিকা শর্মা) ভালবাসে কিন্তু বলতে পারে না। বসুধা আবার শারীরিক প্রতিবন্ধী এবং ফিল্মে আসক্ত। আর জুগনুর মনের রানি হল আলিয়া ভাট। বাকিদের কাজ হল তাকে স্বপ্ন থেকে বের করে আনা আর সবাই জুটি বাঁধা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন