রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হেরেই গেল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে বৃষ্টি আইনে ১৩ রানে হেরেছে পাকিস্তান। সিরিজে ২-১এ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার রাতে সেঞ্চুরিয়ানে টসজয়ী পাকিস্তান ইমাম-উল-হকের (১১৬ বলে ১০১) সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৭ রানের বড় সংগ্রহই গড়ে। ফিফটি ইনিংসে তাতে অবদান রাখেন বাবর আজম (৭২ বলে ৬৯), মোহাম্মাদ হাফিজ (৪৫ বলে ৫২), শোয়েব মালিক (২৭ বলে ৩১), ইমাদ ওয়াশিমও (২৩ বলে ৪৩)। স্বগাতিকদের হয়ে দুটি করে উইকেট নেন স্টেইন ও রাবাদা।
বৃষ্টির বাধায় প্রথম যখন খেলা বন্ধ হয় তখন প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ৮৮। বিদায় নেন দুই ওপেনার ডি কক (৩৩) ও হাশিম আমলা (২৫)। দ্বিতীয় দফায় যখন খেলা বন্ধ হয় দক্ষিণ আফ্রিকা তখনও ৩৩ ওভারে সেই ২ উইকেটে করে ১৮৭। ৯০ বলে ৮৩ রানে ব্যাট করছিলেন রেজা হেনড্রিক্স, ৪০ রানে ডু প্লেসিস। এরপর আর খেলা হতে পারেনি। ডি/এল মেথডে ১৩ রানে জিতে যায় স্বাগতিকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন