রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ভিন্ন সাব্বির’কে চান তামিম

স্পোর্টস রিপোটার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ক্রিকেট পাড়ায় বর্তমানে বিপিএল নিয়ে যতো না আলোচনা হচ্ছে তার ঢের বেশি হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে। আচরণগত সমস্যার কারণে যিনি কি না আছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা শেষ না হতেই নিউজিল্যান্ড সিরিজের ঘোষিত দলে ফিরে এসেছেন এ ব্যাটসম্যান। আর ফিরে আসায় তাকে শুভকামনা জানাতে ভুল করেননি সতীর্থ তামিম ইকবাল। তবে আশা করছেন, এবার ভিন্ন মানুষ হয়েই ফিরবেন সাব্বির।
নিষেধাজ্ঞায় পড়ার অনেক আগ থেকেই ব্যাটে রান নেই সাব্বিরের। তা হোক আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে। চলতি বিপিএলেও অবস্থা বদলায়নি। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ম্যাচ জেতাতে পারেননি। তবে তাতে ভর করেই ফিরলেন আবার জাতীয় দলে। মূলত আগ্রাসী ব্যাটিং করতে পারার সামর্থ্যরে কারণে তার উপর আস্থা রেখেছেন ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তবে সাব্বিরের ব্যাটে রান করার চেয়ে ভালো মানুষ হয়ে ফিরে আসাকে প্রাধান্য দিচ্ছেন তামিম, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে ১৫ জনের অংশ। তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে যে সে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনরাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বোঝে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে। ওর যে দায়িত্ব আছে শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।’
সাব্বিরের মতো জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই রান পাচ্ছেন না বিপিএলে। এক মুশফিকুর রহিম ছাড়া সবাই এক দুই ম্যাচ ছাড়া আশানুরূপ কিছু করতে পারেননি। নিউজিল্যান্ডে যাওয়ার আগে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যাট থেকে রান আশা করছেন তামিম, ‘সংস্করণ একটু ভিন্ন। রানে থাকলে এটা যেকোনো সংস্করণে হেল্প করতে পারে। সবাই যদি রানে ফিরতে পারে, ভালো হবে। আমাদের ভিন্ন সংস্করণ, উইকেট, কন্ডিশনে খেলা হবে। যাওয়ার আগে ব্যাটসম্যানরা যদি এক-দুই ম্যাচ ভালো খেলে, ভালো হবে।’
এদিকে সাব্বির ফিরলেও দুর্ভাগ্যক্রমে বাদ পড়েছেন ইমরুল কায়েস। অথচ এক সিরিজ আগেই দেশের হয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তিন ম্যাচে ৩৪৯ রান। এমনকি যেখানে যাচ্ছেন সেই নিউজিল্যান্ডে শেষ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকই ছিলেন ইমরুল। তাই তাকে সমবেদনা জানাতে ভুল করেননি তামিম, ‘এটা দুর্ভাগ্য, একটা সিরিজে ৩৫০ রানের ওপরে করেছে। তবে এটাও মেনে নিতে হবে ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মন মতো হয়তো হয় না। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।’
নিউ জিল্যান্ড সফরের ১৫ সদস্যের ওয়ানডে দলে থাকা সৌম্য সরকার ম্যাচ পাচ্ছেন না। নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না লিটন দাস। তামিম আশাবাদী, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদের মতো ছন্দে ফিরবেন অন্য সতীর্থরাও, ‘সংস্করণ একটু ভিন্ন। তবে রানে থাকলে এটা যেকোনো সংস্করণে হেল্প করতে পারে। সবাই যদি রানে ফিরতে পারে, ভালো হবে। আমাদের ভিন্ন সংস্করণ, উইকেট, কন্ডিশনে খেলা হবে। যাওয়ার আগে ব্যাটসম্যানরা যদি এক-দুই ম্যাচ ভালো খেলে, ভালো হবে। যদি তাসকিনের কথা বলি, ১৭টা উইকেট পেয়ে গেছে। এটা অবশ্যই তাকে আত্মবিশ্বাসী করবে। মুশফিক দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এগুলো অবশ্যই আত্মবিশ্বাস দেয়। আপনি কোন সংস্করণে খেলছেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি ভালো ব্যাটিং-বোলিং করেন তবে আপনাকে অবশ্যই সেটি আত্মবিশ্বাস জোগাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন