স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রমীলা ক্রিকেট লিগে বিকেএসপিকে ৩৫ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে গতকাল টস জিতে ব্যাটিংয়ে নামে মোহামেডান। নির্ধারীত ৪০ ওভারে ৭ উইকেটে সালমা খাতুনের দল সংগ্রহ করে ১৮১ রান। সর্বোচ্চ ৮১ রান করেন ফারজানা হক। ১০৩ বলের মোকাবেলায় ১০টি চার ও ১টি ছ’য়ের মার ছিল তার ইনিংসে। নাহিদা আক্তার ৮ ওভারে ৩ মেডেনসহ নেন ৪ উইকেট। জবাবে বিকেএসপিকে হারতে হয়েছে ধীর ব্যাটিংয়ের কারনে। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৪৬ রানেই থেমে যায় ফারজানা আক্তারদের ইনিংস। সর্বোচ্চ ৫৯ (৯৩ বলে) রান করেন শোভনা মোস্তারি। ৯৭ বলে ৪৭ রান করেন অধিনায়ক ফারজানা। ৮ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ২ উইকেট নেন সালমা খাতুন, যার মধ্যে ৪ ওভারই ছিল মেডেন।
জাতীয় কাবাডির সেরা বিজেএমসি
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডির সেরা বিজেএমসিই। তারা বাংলাদেশ আনসারকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে। গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বিজেএমসি হড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩-১২ পয়েন্টে হারায় আনসারকে। এই জয়ের ফলে বিজেএমসি ২০১৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসে জেতা শিরোপা ধরে রাখলো। অন্যদিকে আনসার ২০১১ সালে শিরোপা জয় করেলেও তারা তা আর পুনরুদ্ধার করতে পারেনি। ফাইনালে আগে স্থান নির্ধারনী খেলায় জামালপুর ২৩-১৪ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে তৃতীয় হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনাসরের ফাতেমা আক্তার পলি এবং ফাইনাল সেরা হন বিজেএমসির ফাতেমা আক্তার শিলা। ফাইনাল শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি একেএম শহীদুল হক। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল-বিন-আনোয়ার (ডন) ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন