রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সংবর্ধনা পাচ্ছেন স্বর্ণজয়ী উশুকারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

  ভারতের পাঞ্জাবে সদ্য সমাপ্ত আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল গেমস থেকে স্বর্ণপদকজয়ী বাংলাদেশের উশুকারা সংবর্ধনা পাচ্ছেন। তাদেরকে এই সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ উশু ফেডারেশন। একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে ফেডারেশন সভাপতি ড. আবদুস সোবহান গোলাপকেও। যিনি গত ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান উশু ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন।

এক আন্তর্জাতিক ক্রীড়া আসরেই আটটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জেতেন বাংলাদেশের উশুকারা। যা দেশের উশু’র সবচেয়ে বড় অর্জন। গত ১২ জানুয়ারি পাঞ্জাবে অনুষ্ঠিত গেমসে তাউলু ডিসিপ্লিনের চাংচুয়াং ও কুনসু ইভেন্টে দু’টি স্বর্ণপদক জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর রাসেল হোসেন। এছাড়া পুরুষ বিভাগে -৮০ কেজিতে বিজিবির নাজমুল হোসেন, -৭৫ কেজিতে একই সংস্থার সেলিম, -৭০ কেজিতে আনসারের লিটন ও সেনাবাহিনীর সজীব হোসেন -৫৬ কেজিতে এবং মহিলাদের -৫২ কেজিতে সেনাবাহিনীর ফাহমিদা ও ৬৫ কেজিতে একই সংস্থার ইতি ইসলাম স্বর্ণপদক জেতেন। তবে ইনজুরিতে থাকায় পুরুষদের -৬৫ কেজিতে রাকিব খন্দকার স্বর্ণ জিততে পারেননি। তাকে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন