রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেলওয়ে ক্রীড়ায় সেরা পাকশি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ রেলওয়ের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাকশি দল চ্যাম্পিয়ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। পদক লড়াইয়ে পাকশি পেয়েছে পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য, আটটি ব্রোঞ্জসহ মোট ১৭টি পদক। চারটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য, একটি ব্রোঞ্জসহ ১০ পদক পেয়ে রানার্সআপ হয়েছে হেড কোয়ার্টার পশ্চিম। প্রতিযোগিতার ২২টি ইভেন্টে ১২০ জন ক্রীড়াবিদ অংশ নেন। ১০০ মিটার দৌড়ে দ্রæততম মানব হয়েছেন পাহাড়তলীর আরিফুল ইসলাম।

গতকাল দু’দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপণী দিন চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন, এম,পি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো: রফিকুল আলম, রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি সৈয়দ ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ অন্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন