বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইসলামী ব্যাংক এমডি’র এশিয়ান ব্যাংকার পুরস্কার লাভ

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ‘দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এছাড়া তাঁর নেতৃত্বে ইসলামী ব্যাংক ‘দ্য বেস্ট ম্যানেজ্ড ব্যাংক ইন বাংলাদেশ’ মর্যাদা লাভ করেছে। গত ১০ মে ভিয়েতনামের জে ডব্লিও ম্যারিওট হ্যানইয়ে অনুষ্ঠিত ব্যাংকারদের বৃহত্তম বার্ষিক সমাবেশ ‘এশিয়ান ব্যাংকার সামিটে’ এ পুরস্কার প্রদান করা হয়। সিঙ্গাপুরভিত্তিক ব্যাংকিং পলিসি ও কৌশলগত সেবাদানকারী প্রতিষ্ঠান ‘দ্য এশিয়ান ব্যাংকার’ গত তিন বছরে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দূরদৃষ্টি, পরিচালনগত দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং এ খাতে সর্বোচ্চ পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করে।
মার্কিন কংগ্রেসের হাউজ ফিন্যান্সিয়াল সার্ভিস কমিটির সাবেক চেয়ারম্যান বারনে ফ্রাঙ্ক, এশিয়ান ব্যাংকার সামিট অ্যাডভাইজরী কমিটির চেয়ারম্যান অ্যালাইন চেভালিয়ার এবং স্টেট ব্যাংক অব ভিয়েতনামের ডেপুটি গভর্নর গুয়েন থি হং এসময় উপস্থিত ছিলেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যাংকার, রেগুলেটর, কনসালটেন্ট, পেশাজীবী ও শিক্ষাবিদগণ সম্মেলনে যোগদান করেন। এবছর এশিয়া প্যাসিফিক ও ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের মোট ১৩ জন সিইও এশিয়ান ব্যাংকার পুরস্কার লাভ করেন। ব্যাংক ও আর্থিকখাতের অত্যন্ত সম্মানজনক এ অ্যাওয়ার্ড প্রতি তিন বছরে একবার প্রদান করা হয়। মালয়েশিয়ার ব্যাংক নেগারার গভর্নর ড. জেটি আখতার আজিজ, হংকংয়ের ব্যাংক অব ইস্ট এশিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও স্যার ডেভিট লি কক-পো এ বছর এশিয়ান ব্যাংকার লিডারশিপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর ড. রঘুরাম রাজন ‘রেগুলেটর অব দ্য ইয়ার’ পদক লাভ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন