শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সাগরিকায় হঠাৎ বৃষ্টি!

কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চিটাগং

স্পোটর্স রিপোর্টার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১:৩৭ পিএম

এক পষলা বৃষ্টিতে ঢাকা পড়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার উইকেট -ইমরান মাহমুদ


এ সপ্তাহে ভারী একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। দুই দিন ভালোই গিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে কিছুটা বৈরীতার পর আজ সকাল থেকেই ভার চট্টগ্রামের আকাশ। মেঘ-রোদ্দুরের লুকোচুরি চললো দুপুর পর্যন্ত। দুপুর ঠিক একটায় এক পষলা বৃষ্টি ছূঁয়ে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবুজ উইকেট! যেখানে একটু পরই নামার কথা এই চট্টগ্রাম বিভাগেরই দুই দল চিটাগং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিনিট পনেরো হালকা ঝিরি ঝিরি বৃষ্টিতে আউট ফিল্ড কিছুটা পিচ্ছিল হলেও উইকেটের খুব একটা ক্ষতি হতে দেননি গ্রাউন্ডসম্যানরা। সঙ্গে সঙ্গে কালো পিচ কাভার দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে করে ‘চট্টগ্রাম ডার্বি’র রঙ ফিকে হতে না পারে!

কিছুটা বিলম্বিত হলেও টস হয়েছে আধ ঘন্টা বাদে। যেখানে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংস। ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর, ১টা ৪০ মিনিটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ashfaq Ahmed ২৯ জানুয়ারি, ২০১৯, ২:১৪ পিএম says : 5
Hope , will be very exciting match.weather also sacrifice & favour this match.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন