শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

ওখানে নক্ষত্র আছে

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কুতুবউদ্দিন আহমেদ
[পরলোকগত কবি রফিক আজাদ স্মরণে]

সুতোর ওপারে চলে গেছো, ওখানে নক্ষত্র আছে, নিশ্চিত স্বাধীনতা আছে
সুতোর এপারে ছিলে, দু’একটি কবিতা লেখা ছাড়া অন্য কোনো স্বাধীনতা ছিল না।
এখানে কেবলই পরাধীনতার বৈভব, চিল আর শকুনের অশনি ছায়া
মূলত প্রাকৃতিক কিছু ভালোবাসা ছাড়া তোমার অন্য কোনো সহযোগী ছিল না।
একদা কুকুর তাড়াতে গিয়ে নির্ভিক হাতে তুলে নিয়েছিলে স্টেনগান; সেখানে
মৃত্যুও তোমাকে তাড়া করেছে কখনও
অতঃপর হাভাতের ভাতের দাবিতে পান করেছো শব্দের হলাহল
অথচ সূর্যালোকের মতো আজও দেদীপ্যমানÑ
মাঘের হিমরাতে এখনও নিঘর বিনিদ্র কু-লী পাকায় নৃবংশের কেউ কেউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন