কাজী মেহেদী হাসান
পূর্বপুরুষের জমিতে এখন বর্গাচাষ করে উত্তরাধিকার
একবিংশ শতাব্দীতে যখন ‘সংস্কার’ হয়ে উঠেছে মুখস্থ দাবি!
মানুষের মনে পাখির অস্তিত্ব আমরাও চেয়েছিলাম
যদিও মৃতভোজী কাক নয় আমাদের প্রার্থনা ছিল ‘নীলকণ্ঠী’
এক সন্ধ্যায় কবিতা পাঠ শেষে আমরা আবিষ্কার করি
‘নৈরাজ্য বলে কিছু নেই’
আমাদের সন্তানেরা জানবে বিকৃত যৌনাচার
যেহেতু আমাদের চাই সম অধিকার!
হীরক রাজার দেশে আমরা এখন লুটোপটি খাই অন্ধকারে
স্বদেশে হোক, বিদেশে হোক
মর্ত্য কিংবা স্বর্গে
আমাদের ময়ুরপুচ্ছ চাই!
আমরা উচ্চারণ করি ‘মানুষ’
যদিও তার গুণাবলী বিচারে আমরা যথেষ্ট আগ্রহী নই!
আমরা কুকুরের মতো যৌনতা চাই
মাংসের দলায় প্রেম
অথচ, আমরাই ‘আশরাফুল মাখলুকাত’!
ঈশ্বর বলে কিছু নেই
ছিপি খোলার উল্লাসে আমরা দীর্ঘায়ু চাই ‘মুক্তচিন্তার’।
আমাদের সভা, সেমিনার পরিপূর্ণ
দীর্ঘ গাড়িবহরে ছুটছে ‘নিখিল বিশ্ব প্রাণীঅধিকার সংস্থা’
প্রসঙ্গ ‘তেলাপোকারও চাই উড়বার অধিকার’
কেবল, স্ববিরোধিতায় আমরা আজও মানুষ
সেলুকাস বটে!
এক হাজার ঊননব্বইতম বারের মতো পড়তে বসে ‘মনুষ্য লিপি’
একসময় বিড়বিড় করে উঠি--
এই শতাব্দী আমার নয়
সময়গুলো ডিগবাজি খায় হরদম
এই সময় আমার নয়, হয়তো আমিই মানুষ নই
মানুষগুলো পাল্টে গেছে একদম!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন