অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা ৭০০ মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরমি) ও র্যাব। বুধবার (৩০ জানুয়ারি) রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজা এবং মোতালেব প্লাজায় ১২টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব হ্যান্ডসেট জব্দ করা হয় বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন খান।
তিনি জানান, বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে শাওমি, আইফোন, এইচটিসি, স্যামসাং, সনি, আসুস, লেনোভোসহ বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট জব্দ করা হয়। এ ছাড়াও অবৈধভাবে ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত থাকার অপরাধে র্যাবের ভ্রাম্যমান আদালত ১২টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ টাকা জরিমানা এবং দুইটি দোকান সিলগালা করে দেয়। এসময় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদ-ও প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্ণেল মোঃ আমিনুল হক এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন