বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

৭০০ অবৈধ হ্যান্ডসেট জব্দ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১০ এএম

অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা ৭০০ মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরমি) ও র‌্যাব। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন খান গতকাল (বৃহস্পতিবার) এতথ্য জানান। তিনি জানান, বুধবার রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজা এবং মোতালেব প্লাজায় ১২টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব হ্যান্ডসেট জব্দ করা হয়। বিটিআরসি ও র‌্যাবের এই যৌথ অভিযানে জব্দ হওয়া হ্যান্ডসেটের মধ্যে শাওমি, আইফোন, এইচটিসি, স্যামসাং, সনি, আসুস, লেনোভোসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এ ছাড়াও অবৈধভাবে ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত থাকার অপরাধে র‌্যাবের ভ্রাম্যমান আদালত ১২টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ টাকা জরিমানা এবং দুইটি দোকান সিলগালা করে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন