শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোমাঞ্চ জেতা হলো না ঢাকার

কুমিল্লার কাছে এক রানে হেরে শঙ্কায় প্লে অফ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩২ পিএম | আপডেট : ৬:০৮ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০১৯

টিকে থাকার লড়াইয়ে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা ডায়নামাইটস। তামিম ছাড়া আর কেউ পারেনি ঢাকার বোলারদের ঠিকমত খেলতে। শেষ ওভারে উইকেট হারানো কুমিল্লা অলআউট হয়ে যায় মাত্র ১২৭ রানে।

ছোট্ট লক্ষ্য, স্বপ্ন বড়। এমন ম্যাচে ব্যাটিং নির্ভর ঢাকা খেললো আরো দুর্বোদ্ধ। শুরুতেই মুখথুবড়ে পড়ে টপ অর্ডার, লড়াইয়ে ফেরার আভাস দেয় মিডল অর্ডার, তবে টেল এন্ডারদের ব্যর্থতায় সাকিবের দলটি থেমে যায় এক রান আগেই! হাতে তখনও এক উইকেট!

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে বোলারদের ওপর চড়াও হলেন তামিম ইকবাল। শেষটায় লড়াই করলেন মেহেদি হাসান। তবে রুবেল হোসেনের দারুণ বোলিংয়ে ভিক্টোরিয়ান্সকে কম রানেই থামায় ডায়নামাইটস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় ঢাকাও। মাত্র ১৭ রানেই তারা হারায় মিজানুর রহমান (১৬), উপুল থারাঙ্গা (০), রনি তালুকদার (১) আর সাকিব আল হাসানের (৭) উইকেট। রিপোর্টটি খেলা পর্যন্ত ৬ ওভারে ঐ চার উইকেট হারানো ঢাকার সংগ্রহ ২৯

বিপিএলে শুক্রবারের প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। তামিম ইকবাল ২০ বলে খেলে ৩৮ রানের ঝড়ো ইনিংস। কিন্তু প্রথম পাঁচ ব্যাটসম্যানের বাকি চারজনই যেতে পারেননি দুই অঙ্কে। 

সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১২৭ (তামিম ৩৮, লুইস ৮, এনামুল ০, ইমরুল ৭, শামসুর ২, আফ্রিদি ১৮, থিসারা ৯, সাইফ ২, মেহেদি ২০, ওয়াহাব ১৬, মোশাররফ ৪*; শাহাদাত ১-০-১২-০, শুভাগত ৩-০-১৪-১, রাসেল ৪-০-২২-০, নারাইন ৪-০-২৫-২, রুবেল ৪-০-৩০-৪, সাকিব ৪-০-২৩-২)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এবারের আসরে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। চতুর্থ দল হিসেবে কারা রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংসের সঙ্গী কে হবে তা এখনো নিশ্চিত নয়। এই দৌঁড়ে টিকে আছে রাজশাহী কিংস ও গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইটস।

রাজশাহীর চাইতে ঢাকার পরের রাউন্ডে খেলার সম্ভাবনা বেশি উজ্জ্বল। কারন লিগ পর্বে রাজশাহীর সবগুলো ম্যাচ শেষ। ঢাকার এখনো দুই ম্যাচ বাকি। 

লিগ পর্বে রাজশাহীর সবগুলো ম্যাচ শেষ হয়ে গেছে, তাদের পয়েন্ট এখন ১২। টেবিলের চতুর্থস্থানে রয়েছে তারা। অপরদিকে, ১০ খেলায় ১০ পয়েন্ট ঢাকার। বাকী দুই ম্যাচের একটিতে জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে ঢাকার। তবে পরবর্তীতে রান রেটের হিসেবে বসতে হবে ঢাকাকে। অবশ্য সেদিক দিয়ে রাজশাহীর চাইতে বেশ এগিয়ে ঢাকা।

আগেভাগে প্লে-অফের পথ মসৃন করতে হলে কুমিল্লার বিপক্ষে জয় চাই-ই ঢাকার। অবশ্য কুমিল্লার কাছে হেরে গেলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে জয় পেতে হবে ঢাকাকে।

ঢাকার জন্য যেখানে ম্যাচটি অতীব গুরুত্বপূর্ণ, সেখানে কুমিল্লার জন্য ম্যাচ জয়ের কোন সমীকরন নেই। কারন ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তারা। তবে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকার তাগাদা সব দলেরই আছে। কারন শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলে ফাইনালে উঠার জন্য লড়াইয়ের দু’বার সুযোগ পাবে। বর্তমানে ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে কুমিল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন