নাটোরের সিংড়ায় ছেলের হাতে জরিনা বেগম (৬০) নামে এক মা খুন হয়েছেন। শুক্রবার উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে জিয়াউল হক (৪০) কে আটক করেছে। পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ছেলে জিয়াউল একজন মানসিক রোগী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে মৃত মোহাম্মাদ আলীর স্ত্রী জরিনা ও তার ছেলে জিয়াউল একসাথে বসবাস করছিল। গত সাত বছর আগে জিয়াউল মানসিক রোগে আক্রান্ত হয়। এরপর থেকে জরিনাকে প্রায়ই তার ছেলের হাতে নির্যাতনের শিকার হতে হত। শুক্রবার জরিনাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখে স্থানীয়রা। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা তার পাগল ছেলের হাতে জরিনা খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ছেলে জিয়াউর হক আটক করে থানায় নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন