বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ব্যাটিং হিরো’র খোঁজে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে একজন ব্যাটিং ‘হিরো’র দরকার বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড। অ্যান্টিগুয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৭২ রান করে উইন্ডিজ। হাতে ৪ উইকেট নিয়ে ৮৫ রানে এগিয়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় ১৮৭ রানে।

দিন শেষে স্কাই স্পোর্টসকে ব্রড বলেন, ‘আমাদের এমন একজনকে দরকার যে ব্যাট হাতে নায়কের ভূমিকায় থেকে ভালো একটা সংগ্রহ এনে দেবে।’ ইংলিশ পেসার বলেন, ‘চার দিনের সেই ম্যাচে আমাদের বোলিং ইউনিট তাদের চাপে রাখতে যথেষ্ঠ করেছে।’ উল্লেখ্য, প্রথম টেস্টে ৩৮১ রানে হারে ইংল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজে হার এড়াতে তৃতীয় দিন (গত রাতে) ভালো কিছুই করতে হতো সফরকারীদের।
ইংল্যান্ড ১ম ইনিংস : ১৮৭। উইন্ডিজ ১ম ইনিংস : (আগের দিন শেষে ৩০/০) ১১১ ওভারে ২৭২/৬ (ব্র্যাথওয়েট ৪৯, ক্যাম্পবেল ৪৭, হোপ ৪৪, ব্রাভো ৩৩*, চেইস ৪, হেটমায়ার ২, ডাওরিচ ৩১, হোল্ডার ১৯*; অ্যান্ডারসন ০/৫৮, ব্রড ৩/৪২, স্টোকস ১/৫৮, কারান ০/৩৮, মইন ২/৫৪, ডেনলি ০/১)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন