শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ানডে সিরিজ শেষ তাসকিনের!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আগেই বিপিএল থেকে ছিটকে গিয়েছিল দল। মরা ম্যাচে আলো ছড়াতে গিয়ে এবার জাতীয় দল থেকেই ছিটকে যাবার আশঙ্কায় তাসকিন আহমেদ! গতপরশু চিটাগং-সিলেট ম্যাচে অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলটা লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। কিছুতেই ক্যাচ হয় না, তবুও কোন আশায় তাসকিন আহমেদ উল্টো দিকে দৌঁড় দিলেন, কে জানে! সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে। আর এতেই ‘সর্বনাশ’টা হয়ে গেল!

অ্যাঙ্কেলে ভালোই চোট পেলেন তাসকিন। সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন। রাতে একটা বেসরকারি হাসপাতালে এক্স-রে করানোর পর গতকাল সকাল করা হয় এমআরআই। আর এতে জানা গেল, তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাঁকে। তার মানে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা তো হচ্ছেই না, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজেও থাকবেন কি না, এখনই বলার উপায় নেই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তাসকিনের এমআরআই স্ক্যানের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন, ‘এমআরআই স্ক্যানের রিপোর্ট কাল (আজ) পাওয়া যাবে। রিপোর্ট পেলে বলতে পারব তাকে কতদিন বাইরে থাকতে হবে। ওয়ানডে সিরিজে ওর খেলার সম্ভাবনা নেই। রিপোর্ট পাওয়ার পর বলতে পারব কত দিন বাইরে থাকতে হবে।’

২০১৮ সালটা তাঁর কেটেছে বারবার চোটাঘাতে। সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে এবারের বিপিএলে কী দুর্দান্ত ফেরাটাই না ফিরেছেন তাসকিন! ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে ক’দিন আগে ফিরেছেন জাতীয় দলে। আসন্ন নিউজিল্যান্ড সফরে যখন ভালো কিছুর স্বপ্ন তাসকিনের, তখনই পেলেন চোট। যে চোট তাঁকে ছিটকেই দিল ওয়ানডে সিরিজ থেকে। বিকেলে যখন তাসকিনের সঙ্গে কথা হলো, কণ্ঠটা তাঁর বড় অসহায় শোনাল, ‘মাঠে যখন থাকি নিজেকে শতভাগ উজাড় করে দিই। কাল (পরশু) যেটা হয়েছে, ক্যাচটা ধরতে পারব না, তবুও আমি তো স্থির দাঁড়িয়ে থাকতে পারি না। চেষ্টা করতে গিয়েছিলাম আর এতেই ঘটে গেল ঘটনাটা। এই টুর্নামেন্টে আমি আমার সর্বোচ্চটা দিয়েছিলাম, এর চেয়ে বেশি চেষ্টা একজন পেসার আর কীভাবে করতে পারে! আমার দুর্ভাগ্য, ঠিক সফরের আগে চোটে পড়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন, টেস্ট সিরিজেও যদি ফিরতে পারি, সেটিও অনেক ভালো হবে।’
তাসকিনের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাঁর জায়গায় কে আসছেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তাসকিনের বিকল্প কাল (আজ) জানিয়ে দেব। শফিউল ইসলাম আর ইবাদত হোসেন, এ দুজনের একজন আসবে হয়তো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন