স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষে জিতলেই লা লিগা শিরোপা উঠবে বার্সার হাতে। পয়েন্ট হারালেই দিপোর্তিভোর বিপক্ষে জিতে শিরোপা দখলে নেবে রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় বার্সা গ্রানাডার খেলোয়াড়দের ঘুষ দিয়েছে বলে অপবাদ ছড়ানো হয়েছে রিয়ালের পক্ষ থেকে। এজন্য বেশ চটেছেন সাবেক বার্সা প্রেসিডেন্ট জন গুসপার্ট। এর জবাবে রিয়াল ফুটবলকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন তিনি, ‘আসল বিষয় হল রিয়াল ফুটবলের জন্য ক্ষতিকারক।’ ৭১ বছর বয়সী বলেন, ‘আমি গ্রানাডার খেলোয়াড় হলে ক্ষুদ্ধ হতাম। কারন এটা হল আমাকে কটাক্ষ করে প্রচারণা করা। আমি বিশ্বাস করি ফুটবল হল সততা। যদি এই ধরনের অভিযোগ আসে তাহলে উচিত এর তদন্ত করা ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন