স্পোর্টস রিপোর্টার : ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইরানের তিন খেলোয়াড়। এরা হলেন আরিফ মুরাদি, নিমা ইস্পানদিয়ারী ও আলী রেজা মুরাদী। তিনজন ভলিবলার ইরানের সুপার লীগে খেলে থাকেন। প্রিমিয়ার লীগে এবারই প্রথম খেলতে দেখা যাবে এই তিন বিদেশী খেলোয়াড়ারকে। এদিকে ভারী বৃষ্টির জন্য বৃহস্পতিবারের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন